একটা গল্প বলি।
১০ ডিসেম্বর, ১৯১৪ এর ঘটনা। একবার আমেরিকার নিউ জার্সিতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। রাসায়নিক কারখানাটি ছিলো কিংবদন্তী উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন এর। প্রায় ৮ টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছিল না। কারখানায় বিভিন্ন দাহ্য রাসায়নিক উপকরণ থাকায় সেগুলোর বিক্রিয়ায় আগুন সময়ের সাথে আরো ভয়াবহ রূপন প্রদর্শন করছিল।
এডিশন আগুন নিয়ন্ত্রণের সব চেষ্টা করে একসময় বুঝতে পারলেন কোন চেষ্টায় বুঝি আর কাজ হবে না। তিনি শান্তভাবে দূরে দাঁড়িয়ে দেখছিলেন, তার চোখের সামনে সারা জীবন ধরে গড়া কারখানাটি আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এমন সময় এডিশনের ২৪ বছর বয়সী ছেলে চার্লস তার পাশে এসে দাঁড়ান। এডিশন তার ছেলে চার্লসকে উদ্দেশ্য করে বলেন, যাও, তোমার মা এবং তার বন্ধুদেরও এখানে আসতে বলো। নাহলে জীবনে এতো বড় অগ্নি দুর্ঘটনা হয়তো আর দেখতে পারবে না!
চার্লস খুবই অবাক হলেন তার বাবার এমন শিশুসুলভ কথা শুনে এবং নির্বিকার হয়ে তাকিয়ে রইলেন। এডিশন তার ছেলেকে আশ্বস্ত করে বললেন, এটা ঠিক যে তাদের চোখের সামনে সারা জীবন ধরে গড়া কারখানাটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে তবে এখানে তারা যে ভুলগুলো করেছিলেন সেগুলোও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কাল থেকে তারা আবার নতুন করে শুরু করবেন।
পরদিন নিউ ইয়র্ক টাইমস এর দেওয়া এক সাক্ষাৎকারে এডিশন বলেন, যদিও তার বয়স ৬৭ বছর, যদিও আগুনের ভয়াবহতা থেকে তিনি তার সারা জীবন ধরে গড়া কারখানাটি বাঁচাতে পারেননি তারপরেও কাল থেকে তারা আবার নতুন করে শুরু করবেন।
সফলরা সব সময় এভাবেই ভেবেছেন। বিপদে তারা কখনো হাল ছেড়ে দেননি বরং আরো সাহসের সাথে সামনে এগিয়েছেন।
উদ্যোক্তা হতে গেলে অথবা জীবনে সফল হতে গেলে আমাদেরকেও সব শেষ হয়ে গেলে আবার নতুন করে শুরু করার সাহস থাকতে হবে। পরিসংখ্যান অনুযায়ী,প্রতি ১০০ টি নতুন ব্যবসার উদ্যোগের মধ্যে মাত্র ১০টি সফল হয়। আবার এই ১০টির মধ্যে ৯ টিই প্রথম ৫ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। – কখনও কি ভেবে দেখেছেন,শেষ পর্যন্ত কারা টিকে থাকে?